Ajker Patrika

গোখাদ্যের ট্রাকে ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৫: ২৪
গোখাদ্যের ট্রাকে ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩ 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গোখাদ্য বহন করা একটি ট্রাক থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো (দক্ষিণ)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাদল হোসেন (৩৪), মোহাম্মদ আকিবুল হোসেন (২৩) ও মো. পারভেজ (২০)। 

গতকাল মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মো. মাসুদ হোসেন। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সহকারী পরিচালক মেহেদী হাসান। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোখাদ্য পরিবহনের আড়ালে তাঁরা চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। ইয়াবার চালানটি মোহাম্মদপুরে পৌঁছানোর কথা ছিল বলে জানান আসামিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত