নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধের অভিযোগে বিভিন্ন থানায় ১১৬টি মামলা করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে গত বৃহস্পতিবার ও গতকাল দুই দিনে মহানগরজুড়ে মোট ১ হাজার ৩৩৪টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে ৬৮০টি ছিল রাতের এবং ৬৫৪টি ছিল দিনের টহল। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ মোট ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি ও ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ সময় মোট ১১৬টি মামলা করা হয়েছে।
অভিযানে বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নগদ ৬২ হাজার ৬০০ টাকা। এ ছাড়া উদ্ধার হয়েছে ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯টি ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেনসিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি খালি মদের বোতল।
আরও খবর পড়ুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধের অভিযোগে বিভিন্ন থানায় ১১৬টি মামলা করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে গত বৃহস্পতিবার ও গতকাল দুই দিনে মহানগরজুড়ে মোট ১ হাজার ৩৩৪টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে ৬৮০টি ছিল রাতের এবং ৬৫৪টি ছিল দিনের টহল। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ মোট ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি ও ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ সময় মোট ১১৬টি মামলা করা হয়েছে।
অভিযানে বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নগদ ৬২ হাজার ৬০০ টাকা। এ ছাড়া উদ্ধার হয়েছে ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯টি ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেনসিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি খালি মদের বোতল।
আরও খবর পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
৬ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২৯ মিনিট আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৩৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে