ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে নেত্রীদের হাতাহাতির ঘটনায় ব্যবস্থা নিয়েছে সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত মঙ্গলবার টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সামনের সারিতে বসা নিয়ে ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের হাতাহাতি হয়। একপক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্য পক্ষে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা। রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে প্রথম সারির চেয়ারে বসা ছিলেন রোকেয়া হল মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের পেছনের সারিতে বসতে বলেন। তবে তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
তবে রিভাকে গলা টিপে ধরা ও থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’
এ ঘটনায় আজ তাপসীকে শোকজ করল কেন্দ্রীয় ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে নেত্রীদের হাতাহাতির ঘটনায় ব্যবস্থা নিয়েছে সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত মঙ্গলবার টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সামনের সারিতে বসা নিয়ে ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের হাতাহাতি হয়। একপক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্য পক্ষে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা। রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে প্রথম সারির চেয়ারে বসা ছিলেন রোকেয়া হল মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের পেছনের সারিতে বসতে বলেন। তবে তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
তবে রিভাকে গলা টিপে ধরা ও থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’
এ ঘটনায় আজ তাপসীকে শোকজ করল কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৪ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে