Ajker Patrika

পাটুরিয়া-আরিচা ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড়

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)
পাটুরিয়া-আরিচা ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড়

ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি-লঞ্চযোগে গাদাগাদি করে পার হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ।

আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে এই চিত্র দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশত ছোট গাড়ি আটকে থাকতে দেখা গেছে।

ঢাকাগামী এক যাত্রী আবদুল্লাহ রিপু আজকের পত্রিকাকে জানায়, করোনা ও লকডাউনের জন্য আজই কর্মস্থলে ফিরছেন। তিনি পাবনার ঈশ্বরদী থেকে কোন ঝুটঝামেলা ছাড়াই আরিচা পর্যন্ত পৌঁছালে ঘাট থেকে ঢাকায় ফিরতে পরিবহনের জন্য বিড়ম্বনায় পড়েন। ঢাকামুখী সাধারণ যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় তারমতো অনেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া ঘাট এলাকায় থেকে যে সকল গাড়িগুলো ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে তাতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যাত্রী ভাড়াও আদায় হচ্ছে বেশি।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৩টি ফেরি চালু রয়েছে। যাত্রীদের ভোগান্তি রোধে অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটি আরিচা বন্দর ও নৌ কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী আরিচা ও দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। নৌ দুর্ঘটনা এড়াতে অনুমোদনহীন স্পিডবোটসহ ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত