নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর এই রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ ও গবেষকদের কার্যকর গবেষণা বাড়াতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার নগরীর বুড়িগঙ্গা আদি চ্যানেলে চলমান পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
মেয়র তাপস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার বিবর্তনের পরিবর্তন দেখছি এবং সময়সীমার পরিবর্তন দেখছি। এ সম্পর্কে আমাদের পূর্বাভাস পাওয়া প্রয়োজন। এখন কার্তিক মাসের শেষ দিন। এত দিন এডিস মশার প্রাদুর্ভাব থাকার কথা ছিল না। কিন্তু তারপরও আমরা এডিস মশার বিস্তার লক্ষ্য করছি। এটা দেশব্যাপী ছড়িয়েছে। ঢাকার বাইরে এর প্রাদুর্ভাব আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মৌসুমের পরেও এডিস এবং মৌসুমের আগে কিউলেক্স মশার বিস্তার নিয়ে বিশেষজ্ঞ ও গবেষকদের আরও কার্যকর গবেষণা করা প্রয়োজন।’ এ সময় গবেষণার প্রয়োজনে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মেয়র।
বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট ও দখল করার আর কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘এখানে শুধু খনন না, আমরা তার সঙ্গে সঙ্গে সীমানা নির্ধারণ এবং স্থায়ীভাবে দখলমুক্ত করছি এবং একই সঙ্গে নান্দনিক পরিবেশ সৃষ্টির জন্য প্রকল্প প্রণয়নের কাজও আরম্ভ করছি।’
এর আগে মেয়র নগর ভবনের সামনের রাস্তায় চলমান উন্নয়নকাজ এবং পরে ধানমন্ডিতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত ছিলেন।
সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর এই রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ ও গবেষকদের কার্যকর গবেষণা বাড়াতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার নগরীর বুড়িগঙ্গা আদি চ্যানেলে চলমান পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
মেয়র তাপস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার বিবর্তনের পরিবর্তন দেখছি এবং সময়সীমার পরিবর্তন দেখছি। এ সম্পর্কে আমাদের পূর্বাভাস পাওয়া প্রয়োজন। এখন কার্তিক মাসের শেষ দিন। এত দিন এডিস মশার প্রাদুর্ভাব থাকার কথা ছিল না। কিন্তু তারপরও আমরা এডিস মশার বিস্তার লক্ষ্য করছি। এটা দেশব্যাপী ছড়িয়েছে। ঢাকার বাইরে এর প্রাদুর্ভাব আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মৌসুমের পরেও এডিস এবং মৌসুমের আগে কিউলেক্স মশার বিস্তার নিয়ে বিশেষজ্ঞ ও গবেষকদের আরও কার্যকর গবেষণা করা প্রয়োজন।’ এ সময় গবেষণার প্রয়োজনে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মেয়র।
বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট ও দখল করার আর কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘এখানে শুধু খনন না, আমরা তার সঙ্গে সঙ্গে সীমানা নির্ধারণ এবং স্থায়ীভাবে দখলমুক্ত করছি এবং একই সঙ্গে নান্দনিক পরিবেশ সৃষ্টির জন্য প্রকল্প প্রণয়নের কাজও আরম্ভ করছি।’
এর আগে মেয়র নগর ভবনের সামনের রাস্তায় চলমান উন্নয়নকাজ এবং পরে ধানমন্ডিতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৪ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে