Ajker Patrika

শিক্ষা খাতে অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষা খাতে অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গবেষণা, বিজ্ঞানসহ শিক্ষা খাতে ভালো অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।’

আজ বুধবার রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ততটা ভালো না করলেও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো অবদান রাখছে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা হয়তো সব সেক্টরে এখনো সেভাবে ভালো করতে পারিনি তবে আশা রাখছি খুব দ্রুতই আমরা আরও এগিয়ে যেতে পারব।’ 

সমাবর্তনে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, ‘দেশের জনসংখ্যা কখনোই আমাদের জন্য সমস্যা নয় বরং এই জনসংখ্যা আমাদের সম্পদ। নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে কোনো সংক্ষিপ্ত পথ বেছে না নিয়ে নিজের লক্ষ্য স্থির রেখে সঠিক পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। যত বাঁধাই আসুক থেমে গেলে চলবে না।’ 

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য ড. গনেশ চন্দ্র সাহা প্রমুখ। 

সমাবর্তন অনুষ্ঠানে আট অনুষদের মোট ৩ হাজার ৭৪৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত