ঢামেক প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে হাসপাতালে যান তিনি।
এদিন দুপুরে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চলাকালে ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনা ভিডিও করতে গেলে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়।
ঢামেক হাসপাতালে আহত ব্যক্তিদের দেখে বেরিয়ে আসার সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘নগর ভবনসহ আশপাশে যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, তা দীর্ঘদিন ধরে স্থবির হয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের জরুরি সেবা কার্যক্রম পুরোদমে চালু করেছি।
‘এই সেবা চালু করতে গিয়ে আমাদের নানা ধরনের বাধাবিপত্তির মুখে পড়তে হয়। সব বাধা অতিক্রম করে গত দুদিন ধরে সেবা কার্যক্রম চলছে। জনগণ খুশিমনে সেবা নিচ্ছিল। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ, তাদের এটা ভালো লাগেনি।’
ইশরাক বলেন, ‘আজ দুপুরে স্বৈরাচারের দোসরেরা নগর ভবনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসে। তারা আমার নামে স্লোগান দিয়ে আমার হয়ে এত দিন যারা আন্দোলন করেছে, তাদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে তিনজন মুমূর্ষু অবস্থায় রয়েছে। ৮-১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
‘এই হামলা করে তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে। প্রথমত, তারা বিএনপির নামে ও আমার নামে স্লোগান দিয়ে হামলা করে। তারা জনগণকে দেখানোর চেষ্টা করে, এটা বিএনপির দুগ্রপের সংঘর্ষ। দ্বিতীয়ত, জনগণের সেবায় বিঘ্ন ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বিএনপির ওপর এর দায় চাপিয়ে দিতে চেয়েছিল তারা।’
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ইশরাক।
হামলায় নেতৃত্বদানকারীদের সম্পর্কে ইশরাক বলেন, ‘গোলাম কিবরিয়া রুবেল নামে নগর ভবনের এক কর্মকর্তা ও আরিফুজ্জামান প্রিন্স নামে এক কর্মচারী হামলার নেতৃত্বে ছিল। এই দুজন এরই মধ্যে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত। তারা সাবেক মেয়র সাঈদ খোকনের সময়, শেখ ফজলে নূর তাপসের সময় সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে। বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতে করে চলাফেরা করতে এই রুবেল। নগর ভবনে দুর্নীতি, টেন্ডারবাজি করত।’
গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে তাঁদের যোগসাজশ বেরিয়ে আসবে বলে মনে করেন বিএনপির এই নেতা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে হাসপাতালে যান তিনি।
এদিন দুপুরে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চলাকালে ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনা ভিডিও করতে গেলে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়।
ঢামেক হাসপাতালে আহত ব্যক্তিদের দেখে বেরিয়ে আসার সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘নগর ভবনসহ আশপাশে যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, তা দীর্ঘদিন ধরে স্থবির হয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের জরুরি সেবা কার্যক্রম পুরোদমে চালু করেছি।
‘এই সেবা চালু করতে গিয়ে আমাদের নানা ধরনের বাধাবিপত্তির মুখে পড়তে হয়। সব বাধা অতিক্রম করে গত দুদিন ধরে সেবা কার্যক্রম চলছে। জনগণ খুশিমনে সেবা নিচ্ছিল। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ, তাদের এটা ভালো লাগেনি।’
ইশরাক বলেন, ‘আজ দুপুরে স্বৈরাচারের দোসরেরা নগর ভবনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসে। তারা আমার নামে স্লোগান দিয়ে আমার হয়ে এত দিন যারা আন্দোলন করেছে, তাদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে তিনজন মুমূর্ষু অবস্থায় রয়েছে। ৮-১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
‘এই হামলা করে তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে। প্রথমত, তারা বিএনপির নামে ও আমার নামে স্লোগান দিয়ে হামলা করে। তারা জনগণকে দেখানোর চেষ্টা করে, এটা বিএনপির দুগ্রপের সংঘর্ষ। দ্বিতীয়ত, জনগণের সেবায় বিঘ্ন ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বিএনপির ওপর এর দায় চাপিয়ে দিতে চেয়েছিল তারা।’
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ইশরাক।
হামলায় নেতৃত্বদানকারীদের সম্পর্কে ইশরাক বলেন, ‘গোলাম কিবরিয়া রুবেল নামে নগর ভবনের এক কর্মকর্তা ও আরিফুজ্জামান প্রিন্স নামে এক কর্মচারী হামলার নেতৃত্বে ছিল। এই দুজন এরই মধ্যে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত। তারা সাবেক মেয়র সাঈদ খোকনের সময়, শেখ ফজলে নূর তাপসের সময় সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে। বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতে করে চলাফেরা করতে এই রুবেল। নগর ভবনে দুর্নীতি, টেন্ডারবাজি করত।’
গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে তাঁদের যোগসাজশ বেরিয়ে আসবে বলে মনে করেন বিএনপির এই নেতা।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১২ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে