নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (৮৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার বাদ এশা ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সৈয়দ কামাল ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৭-১৯৭১ সাল পর্যন্ত টানা চার বার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন।
সৈয়দ কামাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ওয়াশিংটন থেকে ফিরে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও নিউএজসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। ২০০৫ সালে তিনি দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা হলিডেতে সম্পাদক হিসেবে যোগ দেন।
সৈয়দ কামাল দুই ছেলে ও নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সংগঠন সৈয়দ কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (৮৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার বাদ এশা ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সৈয়দ কামাল ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৭-১৯৭১ সাল পর্যন্ত টানা চার বার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন।
সৈয়দ কামাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ওয়াশিংটন থেকে ফিরে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও নিউএজসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। ২০০৫ সালে তিনি দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা হলিডেতে সম্পাদক হিসেবে যোগ দেন।
সৈয়দ কামাল দুই ছেলে ও নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সংগঠন সৈয়দ কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৯ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৩ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে