Ajker Patrika

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাবি প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, ‘শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। তাঁরা জানান, তিনি পড়ে গেছেন। আমি অবস্থা খারাপ দেখে তখনই তাঁকে এনাম মেডিকেলে পাঠিয়ে দিই। তাঁর মুখে ক্ষত ছিল এবং দাঁত ভাঙা মনে হচ্ছিল।’

নির্মাণাধীন গ্রন্থাগার ভবনটি নির্মাণ করছেন অনিক ট্রেডিং করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, এক শ্রমিক পড়ে গেছেন। হয়তো অসাবধানতাবশত হাঁটাচলা করতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তারপর এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যাবেলা আমাকে জানানো হয়েছে তিনি মারা গেছেন।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমি বিষয়টি রাত ১১টার পর জানতে পেরেছি। এর আগে আমাকে জানানো হয়নি। আমরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদন্ত করে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত