Ajker Patrika

বিদ্যুৎ বিভ্রাট: রোগীদের নিয়ে বিপাকে হাসপাতাল, চলছে বিশেষ ব্যবস্থায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ বিভ্রাট: রোগীদের নিয়ে বিপাকে হাসপাতাল, চলছে বিশেষ ব্যবস্থায়

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের অধিকাংশ স্থানে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ নেই। যার মারাত্মক প্রভাব পড়েছে জনজীবনে। বিশেষ করে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা।

বিশেষ ব্যবস্থায় জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার এবং আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকা রোগীদের বিদ্যুতের ব্যবস্থা করলেও বিদ্যুৎ নেই কোনো ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষরা। 

প্রতিদিন জরুরি বিভাগে রাতে অসংখ্য রোগী আসে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া গাইনি বিভাগে সন্তান প্রসবের জন্য অনেক প্রসূতি এবং সংকটাপন্ন অনেক রোগী আইসিইউতে ভর্তি থাকে। কিন্তু বিদ্যুৎ না থাকায় সবচেয়ে জরুরি এসব সেবায় মারাত্মক প্রভাব ফেলেছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার আর আইসিইউ ছাড়া বাকি ওয়ার্ডে বিদ্যুৎ নেই। নতুন করে আরও ৫০০ লিটার তেল আনা হয়েছে। তেল পাওয়াটাও এখন চ্যালেঞ্জের।

এদিকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরাও। কখন বিদ্যুৎ আসবে চিকিৎসক ও দায়িত্বরতদের কাছে বারবার জানতে চাচ্ছেন রোগীর স্বজনেরা। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, জেনারেটর দিয়ে আইসিইউ ও অপারেশন থিয়েটার চালানো হচ্ছে। বিদ্যুৎ কখন আসবে বলা যাচ্ছে না। যে জেনারেটর চলছে তা দিয়ে ১২ ঘণ্টা চলতে পারে। 

এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সব হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগে রোগীদের বিষয়টি দেখতে হবে। তবে দুঃখের বিষয় এই খবর পর্যন্ত দেওয়ার মত যে নেটওয়ার্ক থাকা দরকার সেটিও পাওয়া যাচ্ছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত