নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ও রিটকারীদের লিখিত বক্তব্য দাখিল করতে বলেছেন হাইকোর্ট। আগামী ৮ মার্চের মধ্য হলফনামা আকারে ওই বক্তব্য জমা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আজ সোমবার শুনানিতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘শরীফ ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে। তার মধ্যে ২৫টি লিখিত এবং ৮টি মৌখিক আদেশে। দুদক চেয়ারম্যানও এই উদ্যোগ দেখায়নি। আদালতের আদেশ ছাড়া এটি করা যায় না। তিনি কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আইন মানে না, তাকে কমিশন কেন রাখবে? তিনি তো দুদককে ডাস্টবিনে ফেলেছেন। আমি বলব দুদককে নির্দেশ দিন শরীফের বিরুদ্ধে তদন্ত করার জন্য।’
দুদক আইনজীবী শুনানিতে আরও বলেন, ‘এটি জনস্বার্থের মামলা হয় না। এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছি। শরীফ অসংখ্য মানুষকে নোটিশ দিয়েছে। তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। অতিষ্ঠ হয়ে ইমেজ রক্ষার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। দুদকের মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।’
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘শরীফ চাকরি ফিরে পেতে দুদকে আবেদন করেছে। প্রয়োজনে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যেতে পারবেন। তিনি বলেন, শরীফের বিষয়ে কমিশনের অভ্যন্তরীণ আদেশ বাইরে গেল কীভাবে? তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেটা জানতে তার মোবাইলের কললিস্ট চেক করা যেতে পারে। বিএনপি মহাসচিব বলেছেন, দুর্নীতির তদন্ত করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে। তার ওই বক্তব্যের সূত্র কি? ওই বক্তব্য হলফনামা আকারে কোর্টে দেওয়া দরকার।
এ ছাড়া শিশির মনির বলেন, ‘আমরা শরীফের পক্ষে বলছি না। বলছি অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে। এটা দুদকের ভাবমূর্তির বিষয়। বিষয়টির যথাযথ তদন্ত হোক। শরীফ দোষী হলে ব্যবস্থা নেওয়া হোক। আর দুদক সঠিকভাবে কাজ না করলে সেটিরও সুরাহা হোক। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলেন।’
এর আগে দুর্নীতি দমন কমিশনের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ–পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। এতে দুদকের চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে। রিটকারী ১০ আইনজীবী হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও।
ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মণির। তখন আদালত তাকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ সে অনুযায়ী রিট করা হয়।
চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ও রিটকারীদের লিখিত বক্তব্য দাখিল করতে বলেছেন হাইকোর্ট। আগামী ৮ মার্চের মধ্য হলফনামা আকারে ওই বক্তব্য জমা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আজ সোমবার শুনানিতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘শরীফ ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে। তার মধ্যে ২৫টি লিখিত এবং ৮টি মৌখিক আদেশে। দুদক চেয়ারম্যানও এই উদ্যোগ দেখায়নি। আদালতের আদেশ ছাড়া এটি করা যায় না। তিনি কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আইন মানে না, তাকে কমিশন কেন রাখবে? তিনি তো দুদককে ডাস্টবিনে ফেলেছেন। আমি বলব দুদককে নির্দেশ দিন শরীফের বিরুদ্ধে তদন্ত করার জন্য।’
দুদক আইনজীবী শুনানিতে আরও বলেন, ‘এটি জনস্বার্থের মামলা হয় না। এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছি। শরীফ অসংখ্য মানুষকে নোটিশ দিয়েছে। তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। অতিষ্ঠ হয়ে ইমেজ রক্ষার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। দুদকের মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।’
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘শরীফ চাকরি ফিরে পেতে দুদকে আবেদন করেছে। প্রয়োজনে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যেতে পারবেন। তিনি বলেন, শরীফের বিষয়ে কমিশনের অভ্যন্তরীণ আদেশ বাইরে গেল কীভাবে? তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেটা জানতে তার মোবাইলের কললিস্ট চেক করা যেতে পারে। বিএনপি মহাসচিব বলেছেন, দুর্নীতির তদন্ত করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে। তার ওই বক্তব্যের সূত্র কি? ওই বক্তব্য হলফনামা আকারে কোর্টে দেওয়া দরকার।
এ ছাড়া শিশির মনির বলেন, ‘আমরা শরীফের পক্ষে বলছি না। বলছি অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে। এটা দুদকের ভাবমূর্তির বিষয়। বিষয়টির যথাযথ তদন্ত হোক। শরীফ দোষী হলে ব্যবস্থা নেওয়া হোক। আর দুদক সঠিকভাবে কাজ না করলে সেটিরও সুরাহা হোক। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলেন।’
এর আগে দুর্নীতি দমন কমিশনের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ–পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। এতে দুদকের চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে। রিটকারী ১০ আইনজীবী হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও।
ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মণির। তখন আদালত তাকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ সে অনুযায়ী রিট করা হয়।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
২ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
২ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৪ ঘণ্টা আগে