নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবস আজ সোমবার। পাঁচ দিনের ছুটি শেষ হওয়ায় কোলাহল বাড়ছে অফিসপাড়ায়। সড়কে বাড়ছে যাত্রীবাহী যানবাহন। এসব যানবাহনে অধিকাংশই অফিসগামী যাত্রী।
রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, কলাবাগান, কারওয়ান বাজার, ফার্মগেট, খামারবাড়ি, বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে অফিসপাড়া ও সড়কে এখনো রয়েছে ঈদ আমেজ।
ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ডে কথা হয় অফিসগামী মনিরুল হোসেন টিঙ্কুর সঙ্গে। বেসরকারি এই চাকরিজীবী বলেন, ‘গতকাল পর্যন্ত আমার ছুটি ছিল। ঈদ ঢাকায় করার কারণে অতিরিক্ত ছুটিও নেওয়া হয়নি। তাই আজ থেকেই কাজে যাচ্ছি।’
সড়কগুলোতে অতিরিক্ত গাড়ির চাপ না থাকলেও গত দুই দিনের মতো একেবারেই ফাঁকা ছিল না। আবার অফিস সময়ের আগে সড়ক ও যানবাহনে যে ভিড় থাকে সেটাও দেখা যায়নি। পুরোনো সূচিতেই কর্মক্ষেত্রে যাচ্ছেন চাকরিজীবীরা।
আগারগাঁও এলাকায় কথা হয় মিরপুর দুয়ারিপাড়া থেকে মতিঝিল রোডে চলাচল করা শেকড় পরিবহনের চালক ও সহকারীর সঙ্গে। সহকারী মো. আসাদ বলেন, ‘আইজ অফিসের যাত্রীগো ধরার লাইগা সকাল সকাল ট্রিপ লইয়া বাইর হইছি। পয়লা দিন বইলা সকালে যাত্রী কম পাইতাছি।’
ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবস আজ সোমবার। পাঁচ দিনের ছুটি শেষ হওয়ায় কোলাহল বাড়ছে অফিসপাড়ায়। সড়কে বাড়ছে যাত্রীবাহী যানবাহন। এসব যানবাহনে অধিকাংশই অফিসগামী যাত্রী।
রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, কলাবাগান, কারওয়ান বাজার, ফার্মগেট, খামারবাড়ি, বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে অফিসপাড়া ও সড়কে এখনো রয়েছে ঈদ আমেজ।
ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ডে কথা হয় অফিসগামী মনিরুল হোসেন টিঙ্কুর সঙ্গে। বেসরকারি এই চাকরিজীবী বলেন, ‘গতকাল পর্যন্ত আমার ছুটি ছিল। ঈদ ঢাকায় করার কারণে অতিরিক্ত ছুটিও নেওয়া হয়নি। তাই আজ থেকেই কাজে যাচ্ছি।’
সড়কগুলোতে অতিরিক্ত গাড়ির চাপ না থাকলেও গত দুই দিনের মতো একেবারেই ফাঁকা ছিল না। আবার অফিস সময়ের আগে সড়ক ও যানবাহনে যে ভিড় থাকে সেটাও দেখা যায়নি। পুরোনো সূচিতেই কর্মক্ষেত্রে যাচ্ছেন চাকরিজীবীরা।
আগারগাঁও এলাকায় কথা হয় মিরপুর দুয়ারিপাড়া থেকে মতিঝিল রোডে চলাচল করা শেকড় পরিবহনের চালক ও সহকারীর সঙ্গে। সহকারী মো. আসাদ বলেন, ‘আইজ অফিসের যাত্রীগো ধরার লাইগা সকাল সকাল ট্রিপ লইয়া বাইর হইছি। পয়লা দিন বইলা সকালে যাত্রী কম পাইতাছি।’
ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে