নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে বাসচাপার ঘটনায় মেঘলা পরিবহনের বাসটির ব্রেক কাজ করত না। বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটি তাই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে নিহত হন দুজন। এ ছাড়া আহত হন ছয়জন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
ঘটনার পর ওয়ারী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম ফরিদ (৪০)। অপরজনের (৩৮) পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া আহতরা হলেন—আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), ইলিয়াস (৪০), সুজিত দেবনাথ (৪৩), নুরুল আমিন (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সুজিত জানান, তাঁর বাসা নারায়ণগঞ্জে। সকালে গুলিস্তানে যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসির বাসে করে মেয়র হানিফ ফ্লাইওভারের পকেট গেটে নামেন তিনি। এরপর এক পাশ দিয়ে হেঁটে অল্প একটু দূরে যাওয়ার পরই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।
আহত আল আমিন জানান, তাঁর বাসা শনির আখড়ায়। সকালে বিআরটিসির বাস থেকে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের পকেট গেটে নামেন তিনি। এরপর সড়কের একপাশে হাঁটছিলেন। একটু পরেই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস এসে তাদের ধাক্কা দেয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাজধানীর গুলিস্তানে বাসচাপার ঘটনায় মেঘলা পরিবহনের বাসটির ব্রেক কাজ করত না। বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটি তাই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে নিহত হন দুজন। এ ছাড়া আহত হন ছয়জন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
ঘটনার পর ওয়ারী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম ফরিদ (৪০)। অপরজনের (৩৮) পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া আহতরা হলেন—আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), ইলিয়াস (৪০), সুজিত দেবনাথ (৪৩), নুরুল আমিন (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সুজিত জানান, তাঁর বাসা নারায়ণগঞ্জে। সকালে গুলিস্তানে যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসির বাসে করে মেয়র হানিফ ফ্লাইওভারের পকেট গেটে নামেন তিনি। এরপর এক পাশ দিয়ে হেঁটে অল্প একটু দূরে যাওয়ার পরই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।
আহত আল আমিন জানান, তাঁর বাসা শনির আখড়ায়। সকালে বিআরটিসির বাস থেকে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের পকেট গেটে নামেন তিনি। এরপর সড়কের একপাশে হাঁটছিলেন। একটু পরেই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস এসে তাদের ধাক্কা দেয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
১০ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩৩ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৪১ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৪২ মিনিট আগে