Ajker Patrika

 ‘রাজধানী মার্কেটে’ আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই: ফায়ার সার্ভিস

প্রতিবেদক, ঢাকা
 ‘রাজধানী মার্কেটে’ আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই: ফায়ার সার্ভিস

ঢাকার ‘রাজধানী সুপার মার্কেটটিও’ ঝুঁকিপূর্ণ, এই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নিয়ন্ত্রণে আনার কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ঢাকা সদর জোন-১ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ। 

আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। 

বজলুর রশিদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঝুঁকি কম-বেশি সব মার্কেটেই আছে। তবে যেসব মার্কেটে দাহ্য বস্তু রয়েছে সেসব মার্কেটে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রাজধানী সুপার মার্কেটটিতেও আগুন লাগলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ১০ মিনিটেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়বে। এই মার্কেটটিতে ফায়ার স্টিংগুইসার ছাড়া আগুন নেভানোর জন্য আর কিছু নেই।’ 

তিনি বলেন, মার্কেটটির ইলেকট্রিক লাইনের অপরিকল্পিত সংযোগ এই মার্কেটের ঝুঁকি আরও বাড়িয়েছে। তবে পূর্বের অবস্থা থেকে অনেক সরে এসেছে তারা। এরই মধ্যে ২ লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করেছে তারা। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঢাকা শহরে অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ আছে। এর মধ্যে ঠাঁটারীবাজারের একটা মার্কেট আছে, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চকবাজারে মার্কেটসহ অনেক মার্কেট আছে। ঢাকার বেশির ভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত