Ajker Patrika

নিজের উচ্চতার সমান গভীর ড্রেন বানাবেন মেয়র আতিক 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ১১: ২৪
নিজের উচ্চতার সমান গভীর ড্রেন বানাবেন মেয়র আতিক 

রাজধানীর দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ছয় ফুটের বেশি গভীর ড্রেন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

রাজধানীর উত্তরার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। দক্ষিণখান থেকে কাঁচকুড়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় যে ড্রেনগুলো বসবে সেগুলো আমার সমান—৬ ফিট ১ ইঞ্চি উচ্চতার। আমি এক ফুট, দুই ফুট ড্রেন দিতে পারতাম, আর আপনারা বাহবা দিতেন। বলতেন, কাজ কিন্তু হচ্ছে। সেই কাজ অ্যাটলিস্ট আমি করব না। কারণ আমি চিন্তা করি, আগামী ৫০ বছর যেন কোনো সমস্যা না হয়।’ 

মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, কিছু কিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিজে কাজ শুরু করেছে। আমি কোনো কন্ট্রাক্টর দিই নাই ওই এলাকায়। কন্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা নিজেই কাজ করছে। এর জন্য অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, মেয়র সাহেব এই কাজগুলো আমাদের দিলেই পারতেন।’ 

মেয়র আরও বলেন, ‘যেহেতু আমাদের বাজেট পেতে অসুবিধা হচ্ছে, সেহেতু সিটি করপোরেশনের অন্য বাজেট বন্ধ করে ২০০ কোটি টাকার বাজেট দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু যে কাজ করে দিব, আগামী ৫০ বছরেও হাত দিতে হবে না।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে মেয়র আতিক বলেন, ‘ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া। শেখের বেটি তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া.... শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা।’ 

সভাপতির বক্তব্যে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’ 

এর আগে দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ডিএনসিসির উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন। 

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, নাসির উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরার নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত