রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বাড়তে থাকে যানবাহনের সারি।
আটকে পড়া ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মকদুম ও হাসনাহেনা।
আজ রোববার সকাল ৭টায় সরেজমিনে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে রয়েছে। ৫০ ফুট দূরের কিছুই চোখে পড়ছে না। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারিনি।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল করলে এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। সারা রাত শীতে কষ্ট করে গাড়িতে কাটিয়ে দিলাম।’
মোটরসাইকেলে আসা জিহাদ বলেন, ‘প্রচণ্ড কুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়েও কিছু দেখা যায় না। জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। ঘাট এলাকায় বাতাস বইছে। এতে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামে এক যাত্রী বলেন, ‘সরকার কোটি কোটি টাকা খরচ করে ফেরিতে ফগ লাইট লাগিয়েছিল, যেন কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করতে পারে। অথচ সেই লাইট আজ পর্যন্ত কোনো কাজে আসেনি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘গতকাল (শনিবার) সন্ধ্যা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে আছে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বাড়তে থাকে যানবাহনের সারি।
আটকে পড়া ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মকদুম ও হাসনাহেনা।
আজ রোববার সকাল ৭টায় সরেজমিনে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে রয়েছে। ৫০ ফুট দূরের কিছুই চোখে পড়ছে না। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারিনি।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল করলে এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। সারা রাত শীতে কষ্ট করে গাড়িতে কাটিয়ে দিলাম।’
মোটরসাইকেলে আসা জিহাদ বলেন, ‘প্রচণ্ড কুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়েও কিছু দেখা যায় না। জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। ঘাট এলাকায় বাতাস বইছে। এতে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামে এক যাত্রী বলেন, ‘সরকার কোটি কোটি টাকা খরচ করে ফেরিতে ফগ লাইট লাগিয়েছিল, যেন কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করতে পারে। অথচ সেই লাইট আজ পর্যন্ত কোনো কাজে আসেনি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘গতকাল (শনিবার) সন্ধ্যা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে আছে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৬ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৬ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১২ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৫ মিনিট আগে