প্রতিনিধি, গুলশান-বাড্ডা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘আজ রাত ১২টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।
ঈদের দিন সকালেই প্রায় ৯৫ শতাংশ মানুষ কোরবানি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।
মেয়র বলেন, 'আমার যেসব ওয়ার্ড কাউন্সিলররা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবে তাঁদের পুরস্কার দেওয়া হবে।'
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক আজকের পত্রিকাকে জানান, আমার ওয়ার্ডে বেলা ৩টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি তাপস আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দুপুর ২টার পর পুরো উদ্যমে বর্জ্য অপসারণে কাজ শুরু করে দিয়েছেন নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা।
বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বমোট ১১ হাজার ৫শ ৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান আতিক। কোরবানির পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো-০২৫৮৮১৪২২০,০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
এ ছাড়া সবার ঢাকা এপসের মাধ্যমেও কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ করেন মেয়র আতিকুল। এ সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘আজ রাত ১২টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।
ঈদের দিন সকালেই প্রায় ৯৫ শতাংশ মানুষ কোরবানি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।
মেয়র বলেন, 'আমার যেসব ওয়ার্ড কাউন্সিলররা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবে তাঁদের পুরস্কার দেওয়া হবে।'
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক আজকের পত্রিকাকে জানান, আমার ওয়ার্ডে বেলা ৩টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি তাপস আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দুপুর ২টার পর পুরো উদ্যমে বর্জ্য অপসারণে কাজ শুরু করে দিয়েছেন নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা।
বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বমোট ১১ হাজার ৫শ ৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান আতিক। কোরবানির পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো-০২৫৮৮১৪২২০,০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
এ ছাড়া সবার ঢাকা এপসের মাধ্যমেও কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ করেন মেয়র আতিকুল। এ সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে