Ajker Patrika

হারিয়ে যাওয়া সেই শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
হারিয়ে যাওয়া সেই শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ 

রাজধানীর বাড্ডা এলাকা থেকে হারিয়ে যাওয়া শাহিনুর রহমান (৮) নামের এক শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর থানা-পুলিশ। 

মামির সঙ্গে অভিমান করে বুধবার সকালে বাসা থেকে একাই বের হয়ে হারিয়ে যান শাহিনুর। পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। অতপর বিমানবন্দর থানা-পুলিশ তাকে বুধবার রাত ২টার দিকে ওই শিশুর মামা রুবেল মিয়ার কাছে বুঝিয়ে দেন। 

হারিয়ে যাওয়া ওই শিশুটি হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শিমুলচড়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকায় থাকেন। 
 
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলম আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর এলাকায় ওই শিশুটি ভাসমান অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে শিশুটি তার ঠিকানা বলতে না পারায় বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করে। 

তখন শাহিনুর তার গ্রামের নাম এবং ঢাকার ঠিকানা বলতে পারছিল না। শুধু শেরপুরের শ্রীবর্দী থানা এলাকায় থাকে বলে জানাতে পেরেছে। পরে শ্রীবরদী উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এবং পরে শিশুটির ছবি পাঠিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে তার পরিচয় নিশ্চিত করা হয়। তখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় বসবাসকারী মামার ফোন নম্বর নিয়ে তাকে ডেকে নিয়ে এসে তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এসআই জাহাঙ্গীর বলেন, শিশুটির বাবা নেই। মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। তাই মামার বাড়িতে থাকে। তার মামির সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিল শাহিনুর। 

শিশু শাহিনুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'মামি বাসা থেকে খেদাইয়া দিছে। তাই হাটতে হাটতে এখানে চলে আইছি। পরে হারিয়ে গেছি।' 

অপরদিক শিশুটির মামা মো. রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'ওরা আর্থিক অসচ্ছল। আগে আমার বাবা পালতো। বাবা মারা যাওয়ার পর এখন আমি লালনপালন করি। শাহিনুর তিন হাজার টাকা বেতনে বেরাইদের একটি শোরুমে কাজ করে। প্রতিনিয়তের মত আজও কাজে গিয়েছিল। কিন্তু কাজ শেষ করে রাতে বাসায় ফেরেনি। পরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত