Ajker Patrika

মাইনুদ্দিনকে চাপা দেওয়া অনাবিল বাসের সুপারভাইজার গ্রেপ্তার

মাইনুদ্দিনকে চাপা দেওয়া অনাবিল বাসের সুপারভাইজার গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে চাপা দেওয়া ঘাতক অনাবিল বাসের সুপারভাইজার গোলাম রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাব (১৯)। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাব্বী বরগুনার পাথরঘাটা থানার পাচনাপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সে ঢাকার বাইরে আত্মগোপনে যাওয়ার উদ্দেশে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।         

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দিনকে অনাবিল পরিবহনের ১টি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর এলাকার জনসাধারণ অনাবিল পরিবহনের বাসটি আটক করে। এরপর ঘাতক বাসের চালককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু ঘাতক বাসটির সুপারভাইজার এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত