Ajker Patrika

আরও এক মামলায় হাজি সেলিমসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাজি সেলিম। ছবি: সংগৃহীত
হাজি সেলিম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকার সাবেক এমপি হাজি সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া নিউমার্কেট থানার এক হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এর আগে কারাগার থেকে তিনজনকে আদালতে হাজির করা হয়।

শাওন হত্যার মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন শাওন সিকদার। ঘটনার দিন ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় মামলা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২ আগস্ট রাজধানীর নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে নিহত শাওন সিকদার, মামলার বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত