ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।
শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’
এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।
শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’
এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে