Ajker Patrika

ভোগান্তি নেই দৌলতদিয়া ফেরিঘাটে

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৫: ২০
ভোগান্তি নেই দৌলতদিয়া ফেরিঘাটে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল কম। 

আজ মঙ্গলবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজট না থাকায় নেই ভোগান্তিও। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ফেরি পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। ফেরিগুলো দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়। 

কুষ্টিয়া থেকে আসা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক বছর ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব‍্যবহার করে আসা-যাওয়া করি। আগে দেখেছি ফেরিঘাটে এসে যানজটের করণে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বছর তেমন কিছু হয়নি। ঘাটে এসেই ফেরিতে উঠে চলে যেতে পারছি।’ 

লালন পরিবহনের যাত্রী ফিরোজ মাহামুদ বলেন, আগে ঈদে ফেরিতে ওঠার জন‍্য ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। ফেরি গাড়ির জন‍্য বসে থাকছে। 

আরেক যাত্রী তামান্না আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছি। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে কোনো ভোগান্তি নেই। আমরা খুবই খুশি সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি না থাকায়।’ 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরিঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত