রাজবাড়ী প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল কম।
আজ মঙ্গলবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজট না থাকায় নেই ভোগান্তিও। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ফেরি পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। ফেরিগুলো দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়।
কুষ্টিয়া থেকে আসা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক বছর ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে আসা-যাওয়া করি। আগে দেখেছি ফেরিঘাটে এসে যানজটের করণে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বছর তেমন কিছু হয়নি। ঘাটে এসেই ফেরিতে উঠে চলে যেতে পারছি।’
লালন পরিবহনের যাত্রী ফিরোজ মাহামুদ বলেন, আগে ঈদে ফেরিতে ওঠার জন্য ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। ফেরি গাড়ির জন্য বসে থাকছে।
আরেক যাত্রী তামান্না আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছি। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে কোনো ভোগান্তি নেই। আমরা খুবই খুশি সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি না থাকায়।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরিঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল কম।
আজ মঙ্গলবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজট না থাকায় নেই ভোগান্তিও। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ফেরি পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। ফেরিগুলো দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়।
কুষ্টিয়া থেকে আসা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক বছর ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে আসা-যাওয়া করি। আগে দেখেছি ফেরিঘাটে এসে যানজটের করণে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বছর তেমন কিছু হয়নি। ঘাটে এসেই ফেরিতে উঠে চলে যেতে পারছি।’
লালন পরিবহনের যাত্রী ফিরোজ মাহামুদ বলেন, আগে ঈদে ফেরিতে ওঠার জন্য ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। ফেরি গাড়ির জন্য বসে থাকছে।
আরেক যাত্রী তামান্না আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছি। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে কোনো ভোগান্তি নেই। আমরা খুবই খুশি সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি না থাকায়।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরিঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।’
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে