Ajker Patrika

ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৬ জন ঢামেকে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪: ৩৫
ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৬ জন ঢামেকে

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একে একে তাঁরা হাসপাতালে আসেন। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। তবে তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। পুলিশ বলছে, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম (৩০), কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল আজিজ মাহমুদ (২৮) ও বিএনপির কর্মী ওবায়দুল (৪০)।

আহতরা জানান, তাঁরা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইট-পাটকেলের আঘাতে তাঁরা আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁদের কয়েকজনের শরীরে শটগানের গুলি ও ইট-পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত