Ajker Patrika

সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ: অভিযোগ অনুসন্ধানের রিট কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ: অভিযোগ অনুসন্ধানের রিট কার্যতালিকা থেকে বাদ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ থাকার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। 

রিটকারী আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের আইনজীবী বলেছেন ক্রম অনুযায়ী অনুসন্ধান করা হবে। আমরা কয়েকদিন অপেক্ষা করে অন্য কোনো বেঞ্চে যাবো কি না সিদ্ধান্ত নেব।’ 

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। 

গত ৮ মে রিটটি করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। রিটে ‘সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে’ ও ‘ব্রিটেনে বাংলাদেশি রাজনীতিবিদের ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য’ শিরোনামে দুটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়। প্রতিবেদন দুটিতে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি নির্দেশনা চাওয়া হয় আবেদনে। 

এর আগে গত ২৮ এপ্রিল দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। এতে ফল না পেয়ে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠান তিনি। তাতেও সাড়া না পেয়ে রিট দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত