নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন শিক্ষার্থী মো. রাসেল বকাউল। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত রাসেলের ভাই মো. হাসানাত বকাউল এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদী হাসানাত বকাউল বিষয়টি নিশ্চিত করেছেন।
যে ৪ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তাঁদের সানারপারের বাসা থেকে বের হন বাদীর ছোট ভাই শিক্ষার্থী রাসেল বকাউল। পূর্বঘোষিত লং মার্চ মিছিলকারীদের সঙ্গে রাসেল মিছিল করতে করতে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। সকাল সাড়ে ১০টায় পুলিশ নির্বিচারে গুলি করলে রাসেলসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। রাসেলসহ পাঁচজন মিছিলকারীকে স্থানীয় লোকজন পাশের স্পেশালিস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাদী মামলায় অভিযোগ করেন, আন্দোলন দমাতে শান্তিপূর্ণ মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুলি চালিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেন।
কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন শিক্ষার্থী মো. রাসেল বকাউল। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত রাসেলের ভাই মো. হাসানাত বকাউল এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদী হাসানাত বকাউল বিষয়টি নিশ্চিত করেছেন।
যে ৪ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তাঁদের সানারপারের বাসা থেকে বের হন বাদীর ছোট ভাই শিক্ষার্থী রাসেল বকাউল। পূর্বঘোষিত লং মার্চ মিছিলকারীদের সঙ্গে রাসেল মিছিল করতে করতে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। সকাল সাড়ে ১০টায় পুলিশ নির্বিচারে গুলি করলে রাসেলসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। রাসেলসহ পাঁচজন মিছিলকারীকে স্থানীয় লোকজন পাশের স্পেশালিস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাদী মামলায় অভিযোগ করেন, আন্দোলন দমাতে শান্তিপূর্ণ মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুলি চালিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেন।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে