নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটির শেষ হয়েছে গতকাল। টানা পাঁচ দিন ছুটির পরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তাই ঢাকায় ফেরার মিছিল ধীরে ধীরে বাড়ছে। তবে এর মধ্যেও ঢাকা থেকে অনেকেই ছুটি কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। ঈদে যাঁরা ছুটি পাননি, তাঁরা ঈদের পরের সময়কে বেছে নিয়েছেন। আজ রোববার কমলাপুর রেল স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেল। ঢাকায় ফেরার যাত্রীদের সঙ্গে আছে ঢাকা থেকে বের হওয়ার যাত্রীও।
ঠিক সময়ে অফিসে উপস্থিত হতে আজ সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে চাপ ছিল ঢাকায় ফেরা যাত্রীদের। ফিরতি ট্রেনে গ্রামের বাড়িতে ফেরা যাত্রীদেরও ভিড় রয়েছে। কমলাপুর রেলস্টেশনের তথ্য বলছে, যাত্রী পরিবহনে প্রতিদিন ৭২ জোড়া আন্তনগর, মেইল, কমিউটার ও ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ গন্তব্যে স্পেশাল ট্রেনও চলছে। ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় না থাকায় যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন।
সরেজমিনে দেখা যায়, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, তিতাস কমিউটার, একতা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রী নেওয়ার জন্য পৃথক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মের ভেতরে সারিবদ্ধ হয়ে ঢুকছেন যাত্রীরা। এর আগে প্ল্যাটফর্মে ঢুকতে প্রত্যেকের টিকিট চেক করছেন রেলের কর্মীরা।
ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই পোশাককর্মী। টানা চার দিন বন্ধের পর পোশাক কারখানাগুলো খুলবে আগামীকাল থেকে।
সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার কমলাপুর রেলস্টেশনে আসে। এই ট্রেনের যাত্রী তৌহিদ মিয়া বলেন, ‘ঈদের জন্য চার দিন গার্মেন্টস বন্ধ ছিল। কাল থেকে খুলবে। তাই আজ ঢাকায় ফিরে এসেছেন তিনি। থাকেন রামপুরায়।
ঢাকায় কর্মজীবীদের অনেকেই ঈদের ছুটি পাননি। তাই ঈদ শেষে ছুটি নিয়েছেন। কিশোরগঞ্জ এক্সপ্রেসে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, ‘ঈদের আগে ট্রেনে অনেক চাপ থাকে, টিকিট পাওয়া যায় না অনলাইনে। এদিকে ছুটিও মেলেনি আগে। তাই ঢাকায় ঈদ করেছি, এখন পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি।’
কমলাপুর রেলস্টেশনের মাস্টার আফসার উদ্দিন বলেন, প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছাড়ছে এবং ফিরে আসছে। আজ ঢাকামুখী ও ঘরমুখী মানুষের চাপ প্রায় সমান বলা চলে।
ঈদের ছুটির শেষ হয়েছে গতকাল। টানা পাঁচ দিন ছুটির পরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তাই ঢাকায় ফেরার মিছিল ধীরে ধীরে বাড়ছে। তবে এর মধ্যেও ঢাকা থেকে অনেকেই ছুটি কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। ঈদে যাঁরা ছুটি পাননি, তাঁরা ঈদের পরের সময়কে বেছে নিয়েছেন। আজ রোববার কমলাপুর রেল স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেল। ঢাকায় ফেরার যাত্রীদের সঙ্গে আছে ঢাকা থেকে বের হওয়ার যাত্রীও।
ঠিক সময়ে অফিসে উপস্থিত হতে আজ সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে চাপ ছিল ঢাকায় ফেরা যাত্রীদের। ফিরতি ট্রেনে গ্রামের বাড়িতে ফেরা যাত্রীদেরও ভিড় রয়েছে। কমলাপুর রেলস্টেশনের তথ্য বলছে, যাত্রী পরিবহনে প্রতিদিন ৭২ জোড়া আন্তনগর, মেইল, কমিউটার ও ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ গন্তব্যে স্পেশাল ট্রেনও চলছে। ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় না থাকায় যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন।
সরেজমিনে দেখা যায়, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, তিতাস কমিউটার, একতা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রী নেওয়ার জন্য পৃথক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মের ভেতরে সারিবদ্ধ হয়ে ঢুকছেন যাত্রীরা। এর আগে প্ল্যাটফর্মে ঢুকতে প্রত্যেকের টিকিট চেক করছেন রেলের কর্মীরা।
ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই পোশাককর্মী। টানা চার দিন বন্ধের পর পোশাক কারখানাগুলো খুলবে আগামীকাল থেকে।
সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার কমলাপুর রেলস্টেশনে আসে। এই ট্রেনের যাত্রী তৌহিদ মিয়া বলেন, ‘ঈদের জন্য চার দিন গার্মেন্টস বন্ধ ছিল। কাল থেকে খুলবে। তাই আজ ঢাকায় ফিরে এসেছেন তিনি। থাকেন রামপুরায়।
ঢাকায় কর্মজীবীদের অনেকেই ঈদের ছুটি পাননি। তাই ঈদ শেষে ছুটি নিয়েছেন। কিশোরগঞ্জ এক্সপ্রেসে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, ‘ঈদের আগে ট্রেনে অনেক চাপ থাকে, টিকিট পাওয়া যায় না অনলাইনে। এদিকে ছুটিও মেলেনি আগে। তাই ঢাকায় ঈদ করেছি, এখন পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি।’
কমলাপুর রেলস্টেশনের মাস্টার আফসার উদ্দিন বলেন, প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছাড়ছে এবং ফিরে আসছে। আজ ঢাকামুখী ও ঘরমুখী মানুষের চাপ প্রায় সমান বলা চলে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে