Ajker Patrika

মানিকগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা কার্যালয় এই কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন তাঁরা। পরে পুলিশি বাধা উপেক্ষা করে কোর্ট চত্বরে এক নম্বর আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে তাঁর উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবি করেন। বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে পরবর্তীতে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি রাজপথে পালন করার কথা জানান তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বশির উদ্দীন ঠান্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সত্তন কান্ত পন্ডিত ভজন, এস এম এম ইকবাল হোসেন খান, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, রফিক উদ্দীন ভূঁইয়া হাবু সহ জেলা বিএনপি পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন যাদু ও যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দিপুসহ ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত