Ajker Patrika

পুবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৬: ০১
পুবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুবাইল থানার মীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম রিমন বড়ুয়া (২৯)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার ভান্ডারগাঁও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানির কালীগঞ্জ-টঙ্গী এলাকার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে মীরের বাজার থেকে গাজীপুর মহানগরীর ভোগড়ার দিকে যাচ্ছিলেন রিমন। পথে তিনি মীরের বাজার এলাকার পুবাইল সেন্ট্রাল কলেজের সাইনবোর্ডের পূর্ব পাশের রাস্তায় পৌঁছালে মেট্রোকম সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান। পরে ওই কাভার্ড ভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 
 
জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেক সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত