নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে জি কে গউছকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম।
অন্যদিকে জি কে গউছের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
২৯ আগস্ট গউছকে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আটক করে ডিবি পুলিশ। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছিলেন।
তাঁকে আটক করার পর ডিবি কোতোয়ালি জোন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, জি কে গউছ ২০১৫ সালে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি কে গউছ।
তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে বলেন, হত্যার ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন ও মামলার এজাহারনামীয় অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য জি কে গউছকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জি কে গউছকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেন। তবে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, তাঁকে লালবাগ এলাকা থেকে আটক করা হয়েছে।
২০১৫ সালে ঈদের দিন জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে ছিলেন। ওই সময় আরও দুটি হত্যা মামলার আসামি ইলিয়াস মিয়া কারাগারে ছিলেন। ইলিয়াস মিয়া কারাগারের মধ্যেই জি কে গউছের ওপর হামলা করেন। ওই হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটিকে ইলিয়াস জানান, কারাগারে বসে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংসদ সদস্য জাহিরকে হত্যার পরিকল্পনা করেছিলেন গউছ। এটা প্রকাশ হওয়ার পর তখন হবিগঞ্জ সদর থানায় একটি মামলাও হয়েছিল।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে জি কে গউছকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম।
অন্যদিকে জি কে গউছের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
২৯ আগস্ট গউছকে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আটক করে ডিবি পুলিশ। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছিলেন।
তাঁকে আটক করার পর ডিবি কোতোয়ালি জোন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, জি কে গউছ ২০১৫ সালে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি কে গউছ।
তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে বলেন, হত্যার ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন ও মামলার এজাহারনামীয় অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য জি কে গউছকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জি কে গউছকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেন। তবে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, তাঁকে লালবাগ এলাকা থেকে আটক করা হয়েছে।
২০১৫ সালে ঈদের দিন জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে ছিলেন। ওই সময় আরও দুটি হত্যা মামলার আসামি ইলিয়াস মিয়া কারাগারে ছিলেন। ইলিয়াস মিয়া কারাগারের মধ্যেই জি কে গউছের ওপর হামলা করেন। ওই হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটিকে ইলিয়াস জানান, কারাগারে বসে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংসদ সদস্য জাহিরকে হত্যার পরিকল্পনা করেছিলেন গউছ। এটা প্রকাশ হওয়ার পর তখন হবিগঞ্জ সদর থানায় একটি মামলাও হয়েছিল।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে