সাভার (ঢাকা) প্রতিনিধি
‘কথা না শোনায়’ ঢাকার সাভারে পানিতে চুবিয়ে ৭ বছরের এক পথশিশুকে ১৩ বছর বয়সী আরেক কিশোর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির মরদেহ উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে অভিযুক্ত কিশোর।
আজ শনিবার সন্ধ্যার দিকে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই শিশুর নাম নীরব। তবে ছিন্নমূল হওয়ায় তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, স্মৃতিসৌধের ৪-৫ জন পথশিশু আছে, যারা ফুল বিক্রি করে বা ভিক্ষা করে। ১৩ বছর বয়সী ওই কিশোর তাঁদের দলনেতা। বাকিদের কাছ থেকে টাকা নিত সে। তার কথা না মানায় নীরবকে পানিতে চুবিয়ে হত্যা করে। ঘটনার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধের পেছন দিকের লেকের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাই। ওইদিকে তেমন একটা দর্শনার্থী যায় না। পরে শিশুটিকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির সঙ্গে গোসল করতে নামা এক কিশোরের বক্তব্য রহস্যজনক হওয়ায় তাঁকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। সে প্রথমে নিহত শিশুটিকে তার ছোট ভাই পরিচয় দেয়। তাঁর মা-বাবা কেউ নেই, থাকার জায়গা নাই এসব বিভ্রান্তিকর কথা বলে। পরে তার বাবা আসলে আমরা সত্যটা জানতে পারি।’
মিজানুর রহমান আজকের পত্রিকাকে আরও বলেন, শিশুটির মৃত্যুর পর লাশ কোলে নিয়ে জঙ্গলে ফেলে দেয় কিশোরটি। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি স্মৃতিসৌধে কর্তব্যরত আনসার সদস্যদের জানায়। আনসার সদস্যরা গিয়ে তাকে আটক করে। এর আগে লেকে ওই শিশুকে মারার সময় অন্য পথশিশুরা প্রতিবাদ করলে তাদের মারধরের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় ওই কিশোর।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ওই কিশোরের কথা না শোনায় সে এই কাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
‘কথা না শোনায়’ ঢাকার সাভারে পানিতে চুবিয়ে ৭ বছরের এক পথশিশুকে ১৩ বছর বয়সী আরেক কিশোর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির মরদেহ উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে অভিযুক্ত কিশোর।
আজ শনিবার সন্ধ্যার দিকে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই শিশুর নাম নীরব। তবে ছিন্নমূল হওয়ায় তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, স্মৃতিসৌধের ৪-৫ জন পথশিশু আছে, যারা ফুল বিক্রি করে বা ভিক্ষা করে। ১৩ বছর বয়সী ওই কিশোর তাঁদের দলনেতা। বাকিদের কাছ থেকে টাকা নিত সে। তার কথা না মানায় নীরবকে পানিতে চুবিয়ে হত্যা করে। ঘটনার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধের পেছন দিকের লেকের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাই। ওইদিকে তেমন একটা দর্শনার্থী যায় না। পরে শিশুটিকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির সঙ্গে গোসল করতে নামা এক কিশোরের বক্তব্য রহস্যজনক হওয়ায় তাঁকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। সে প্রথমে নিহত শিশুটিকে তার ছোট ভাই পরিচয় দেয়। তাঁর মা-বাবা কেউ নেই, থাকার জায়গা নাই এসব বিভ্রান্তিকর কথা বলে। পরে তার বাবা আসলে আমরা সত্যটা জানতে পারি।’
মিজানুর রহমান আজকের পত্রিকাকে আরও বলেন, শিশুটির মৃত্যুর পর লাশ কোলে নিয়ে জঙ্গলে ফেলে দেয় কিশোরটি। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি স্মৃতিসৌধে কর্তব্যরত আনসার সদস্যদের জানায়। আনসার সদস্যরা গিয়ে তাকে আটক করে। এর আগে লেকে ওই শিশুকে মারার সময় অন্য পথশিশুরা প্রতিবাদ করলে তাদের মারধরের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় ওই কিশোর।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ওই কিশোরের কথা না শোনায় সে এই কাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
রোহিঙ্গা আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারের (শিক্ষাকেন্দ্র) শিক্ষকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার উখিয়া কোর্টবাজার স্টেশনে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে দেশি-বিদেশি এনজিও সংস্থার গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে সড়ক
৬ মিনিট আগেনোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
৩২ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
১ ঘণ্টা আগে