নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।
আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।
আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে