Ajker Patrika

অনশন ভাঙলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৬
অনশন ভাঙলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা শনিবার বিকেলে অনশন ভেঙেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে পানি পান করিয়ে অনশন ভাঙান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল ৬টা থেকে অবস্থান ও অনশন শুরু করেন ঐক্য পরিষদের নেতারা। সাড়ে ৩৪ ঘণ্টা পর তাঁরা অনশন ভঙ্গ করলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এই অবস্থান ও অনশন কর্মসূচি রোববার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।

ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, অনশন শুরুর প্রায় ৩০ ঘণ্টা পর দ্বিতীয় দিন শনিবার রানা দাশগুপ্তসহ সাতজন নেতা অসুস্থ হয়ে পড়েন। 
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়া অনশনকারীদের স্যালাইন দেন।
 
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক পিসি দাস জানান, অনশনের কারণে রানা দাশগুপ্তের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাঁর রক্তচাপ কমে যায়। ডায়াবেটিসও আছে তাঁর। কিছু না খাওয়ায় পানিশূন্যতা দেখা দেয়। আরও কয়েকজনের শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় তাঁদের স্যালাইন দেওয়া হয়।
 
মনীন্দ্র কুমার নাথ বলেন, তাঁরা আশা প্রকাশ করছেন, সরকার ঐক্য পরিষদের দাবিগুলো বিবেচনায় নেবে। দাবি মানা না হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত