Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে আটটি মুখপোড়া হনুমান উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান। ছবি: সংগৃহীত
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের নিচ থেকে আটটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে বন‍্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পরে বন‍্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ৩৪ (খ) ও ৩৯ মোতাবেক বন‍্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার প্রসিকিউশনের ভিত্তিতে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট অনিক সাহা আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং ২১ দিনের কারাদণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুখপোড়া হনুমানগুলোকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসন, ডিবি পুলিশ ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় বিপন্ন এই আটটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়।

উদ্ধারের পর হনুমানগুলোকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে। আপাতত হনুমানগুলোকে সেখানে রাখা হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত