আজকের পত্রিকা ডেস্ক
সাংবাদিকদের হত্যা মামলার আসামি করা নিয়ে প্রশ্ন তুলেছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। আজ সোমবার দুপুরের আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদের সময় তিনি এ প্রশ্ন রাখেন।
সোমবার ইনু ও মেননের সঙ্গে হত্যা মামলায় রুপা ও শাকিল আহমেদকেও আদালতে হাজির করা হয়। তাঁদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। গত ৫ আগস্ট মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ইনু ও মেননকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, ‘তাঁরা আন্দোলনের সময় উসকানি দিয়েছেন। স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছেন। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
এরপর ফারজানা রুপা কিছু বলার জন্য আদালতের কাছে সময় চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ উসকানি দেওয়ার কথা বলেছেন। তাহলে আমাকে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের। আমি এর বিচার চাই।’
রুপা আবারও বলেন, ‘বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে—এ প্রশ্ন আমি আপনার (বিচারক) কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।’
উত্তরে পিপি ফারুকী বলেন, ‘ছাত্র আন্দোলনে যাঁরা গুলি করেছেন তাঁরা যেমন অপরাধী। আর যাঁরা এ হত্যাকাণ্ডে সহায়তাকারী তাঁরাও একই অপরাধী। তাঁদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার, শাকিল-ফারজানা তা করেছেন। গণভবনে সাংবাদিকের একটা মিটিং হয়েছিল, সেখানে তাঁরা ছিলেন। তাঁরা হাসিনাকে বলেছেন, গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু আছে, দেশে শত্রু আছে (একটা দলের নাম দিয়ে বলছে) তাঁদের শক্ত হাতে দমন করতে হবে। এ ধরনের বক্তব্য দিয়েছেন তাঁরা। তিনি (ফারজানা রুপা) বলেছেন, কথার জন্য উনাকে মামলা দেওয়া হয়েছে।’
তখন ফারজানা রুপাকে উদ্দেশ্য পিপি ফারুকী করে বলেন, ‘আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন।’
পিপি আরও বলেন, শাকিল, ফারজানা রুপা আরও কয়েকজন আছেন—যেমন শ্যামল দত্ত, তাঁরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন। তাঁরা হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন।
এরপর শাকিল কিছু বলতে চাইলে আদালত শুনানি শেষ করে দেন ও তাঁদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল-আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করে মিরপুরে ছাত্র-জনতার সমাবেশে গুলি চালায়। গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে শাকিল ও রুপাকে আটক করে পুলিশ।
সাংবাদিকদের হত্যা মামলার আসামি করা নিয়ে প্রশ্ন তুলেছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। আজ সোমবার দুপুরের আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদের সময় তিনি এ প্রশ্ন রাখেন।
সোমবার ইনু ও মেননের সঙ্গে হত্যা মামলায় রুপা ও শাকিল আহমেদকেও আদালতে হাজির করা হয়। তাঁদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। গত ৫ আগস্ট মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ইনু ও মেননকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, ‘তাঁরা আন্দোলনের সময় উসকানি দিয়েছেন। স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছেন। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
এরপর ফারজানা রুপা কিছু বলার জন্য আদালতের কাছে সময় চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ উসকানি দেওয়ার কথা বলেছেন। তাহলে আমাকে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের। আমি এর বিচার চাই।’
রুপা আবারও বলেন, ‘বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে—এ প্রশ্ন আমি আপনার (বিচারক) কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।’
উত্তরে পিপি ফারুকী বলেন, ‘ছাত্র আন্দোলনে যাঁরা গুলি করেছেন তাঁরা যেমন অপরাধী। আর যাঁরা এ হত্যাকাণ্ডে সহায়তাকারী তাঁরাও একই অপরাধী। তাঁদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার, শাকিল-ফারজানা তা করেছেন। গণভবনে সাংবাদিকের একটা মিটিং হয়েছিল, সেখানে তাঁরা ছিলেন। তাঁরা হাসিনাকে বলেছেন, গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু আছে, দেশে শত্রু আছে (একটা দলের নাম দিয়ে বলছে) তাঁদের শক্ত হাতে দমন করতে হবে। এ ধরনের বক্তব্য দিয়েছেন তাঁরা। তিনি (ফারজানা রুপা) বলেছেন, কথার জন্য উনাকে মামলা দেওয়া হয়েছে।’
তখন ফারজানা রুপাকে উদ্দেশ্য পিপি ফারুকী করে বলেন, ‘আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন।’
পিপি আরও বলেন, শাকিল, ফারজানা রুপা আরও কয়েকজন আছেন—যেমন শ্যামল দত্ত, তাঁরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন। তাঁরা হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন।
এরপর শাকিল কিছু বলতে চাইলে আদালত শুনানি শেষ করে দেন ও তাঁদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল-আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করে মিরপুরে ছাত্র-জনতার সমাবেশে গুলি চালায়। গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে শাকিল ও রুপাকে আটক করে পুলিশ।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৮ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৩ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে