Ajker Patrika

ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিন্নাত আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫: ৩৮
ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিন্নাত আলী মারা গেছেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার তিনি কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে বিআরবি হাসপাতালে ভর্তি হন। এ ছাড়াও তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ইত্যাদি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

আজ রোববার এক শোকবার্তায় ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর  তাপস বলেন, `তিনি অত্যন্ত ভদ্র ও অমায়িক মানুষ ছিলেন। তাঁর প্রয়াত পিতা রজব আলী অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির গুরুদায়িত্ব পালন করেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে জিন্নাত আলীও নিজেকে জনসেবায় নিয়োজিত করেছেন। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এলাকার জনগণের বিপদে-আপদে, সুখে-দুঃখে সব সময় পাশে থাকার আন্তরিক প্রয়াস তাঁর মধ্যে বিদ্যমান ছিল।' 

মেয়র আরও বলেন, `জিন্নাত আলী রাজনৈতিকভাবেও যেমন তৎপর ছিলেন তেমনি দক্ষিণ সিটি করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার ঠিকানায় পরিণত করতেও সচেষ্ট ছিলেন। তাঁর মৃত্যুতে করপোরেশনের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমি নির্ভরযোগ্য এক সহযোদ্ধাকে হারালাম।' 

মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

জিন্নাত আলী স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বাদ জোহর বিজিবি ৫ নম্বর ফটকে (গেট) মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

তাঁর মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ের জন্য ৪ জুলাই পূর্ণ দিবস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত