Ajker Patrika

দোহারে ট্রাক চাপায় শিশু নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহারে ট্রাক চাপায় শিশু নিহত

ঢাকার দোহারে শাহাজালাল (১১) নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

শাহাজালাল দোহার উপজেলার বিলাশপুর গ্রামের মহিন হাওলাদারের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

শাহজালালের দাদা মো. দেলোয়ার বলেন, ‘আমার নাতি বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা জানান সে চান মিয়া বটতলায় ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা সেখানে গিয়ে লাশ বাসায় নিয়ে আসি।’ 

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সারোয়ার মোল্লা বলেন, ‘ওই রাস্তাটি ছোট, এটি ট্রাক চলাচলের অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তা ছাড়া রাস্তাটি দিয়ে স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ, এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হোক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত