জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৮ কোটি ৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২৫ লাখ, অন্যান্য অনুদানে ৫৮ কোটি ২১ লাখ, যন্ত্রপাতি বাবদ ৪ কোটি ৯২ লাখ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্যপ্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লাখ এবং অন্যান্য মূলধনী খাতে ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১২৮ কোটি ৬০ লাখ এবং পণ্য ও সেবায় ৮৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, আরডিপিপি অনুমোদন এবং শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৮ কোটি ৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২৫ লাখ, অন্যান্য অনুদানে ৫৮ কোটি ২১ লাখ, যন্ত্রপাতি বাবদ ৪ কোটি ৯২ লাখ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্যপ্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লাখ এবং অন্যান্য মূলধনী খাতে ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১২৮ কোটি ৬০ লাখ এবং পণ্য ও সেবায় ৮৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, আরডিপিপি অনুমোদন এবং শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা।
৯ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মামুনের ওপর স্থানীয়দের নির্মম হামলার পর তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। যেখানে তাঁর মাথার খুলি খুলে সংরক্ষিত রাখা হয়েছে ফ্রিজে। তাঁর মাথার ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’।
১৫ মিনিট আগেএ ঘটনায় সারা দেশের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২৩ মিনিট আগেছাত্রত্ব ধরে রাখতে দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক সমন্বয়কসহ ছয় নেতা। এ নিয়ে গতকাল বুধবার ছাত্রদলের পাঁচ নেতা উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তাঁরা সবাই আবেদনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।
২৬ মিনিট আগে