Ajker Patrika

জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

জাবি প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১: ৫৮
জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা পোড়ালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই কুশপুত্তলিকা পোড়ানো হয়। জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এতে নেতৃত্ব দেন। 

এ সময় তাঁরা গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেন। 

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘সাংবাদিকেরা দেশের বিবেক, দেশের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে সাংবাদিকদের ওপর। কিন্তু সাংবাদিকতার আড়ালে যাঁরা বাস্তব অবস্থা তুলে না ধরে ভিন্ন অবস্থা তুলে ধরেন তাঁদের বিরুদ্ধেই আমাদের এ কর্মসূচি। আমরা আশা রাখি আপনারা জাতিকে বিভ্রান্ত পথে নেবেন না। কোনো ভুল বা অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।’ 

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আমাদের কর্মসূচি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে। ছোট একটি বাচ্চার হাতে ১০ টাকার নোট ধরিয়ে দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এরকম মিথ্যা সংবাদ কখনই কাম্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত