জাবি প্রতিনিধি
ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে ফেলানী হত্যা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
রাত ৮টার দিকে বের হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা। সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, ফেলানী হত্যার ১৪ বছর পার হলেও এখন পর্যন্ত এর বিচার হয়নি। শুধু ফেলানী হত্যা নয়, এরকম শত-শত হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার করেনি। ফলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আগামী দিনগুলোতে সীমান্তে হত্যা বন্ধের জন্য অতিদ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সীমান্তে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না।’
আরিফুজ্জামান উজ্জ্বল আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত সব সময় বাংলাদেশের ওপর আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে। আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ঠিক একইভাবে আমাদের সেই ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দিতে হবে। তাহলে ভারত আর বাংলাদেশের প্রতি আধিপত্যবাদী মনোভাব দেখাতে পারবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতাকে পূর্ণতা দান করতেই চব্বিশ এসেছে। আমরা চব্বিশে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়েছি। এই চব্বিশে দেশের প্রত্যেক নাগরিক ভারতের এজেন্সি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নেমে এসেছিল। ৫ আগস্ট শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদে আঘাত করেছি। ভারত সরকার যদি এখনো বাংলাদেশকে তার অঙ্গরাজ্য মনে করে, তাহলে তাদের পাল্টা আঘাত করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা প্রস্তুত আছে।’
তৌহিদ সিয়াম আরও বলেন, ‘১৪ বছর হয়ে গেলেও সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত ফেলানী হত্যার বিচার এখনো হয়নি। প্রতিটি হত্যার বিচার ভারতকে করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের মতো ফুঁসে উঠবে ভারতকেও ওই অঞ্চল থেকে উপড়ে ফেলার জন্য। বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যত ধরনের চুক্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে তা জনগণের সামনে আনতে হবে। আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা চাই। আমরা সুরক্ষিত সীমান্ত চাই, যে সীমান্তে আর কোনো বাংলাদেশি নাগরিক মরবে না। যত দিন পর্যন্ত এই চব্বিশের ছাত্র-জনতা মাঠে থাকবে এবং চব্বিশের বিপ্লব জেগে থাকবে, তত দিন পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ এই বাংলার মাটিতে আর স্থান পাবে না।’
ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে ফেলানী হত্যা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
রাত ৮টার দিকে বের হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা। সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, ফেলানী হত্যার ১৪ বছর পার হলেও এখন পর্যন্ত এর বিচার হয়নি। শুধু ফেলানী হত্যা নয়, এরকম শত-শত হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার করেনি। ফলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আগামী দিনগুলোতে সীমান্তে হত্যা বন্ধের জন্য অতিদ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সীমান্তে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না।’
আরিফুজ্জামান উজ্জ্বল আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত সব সময় বাংলাদেশের ওপর আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে। আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ঠিক একইভাবে আমাদের সেই ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দিতে হবে। তাহলে ভারত আর বাংলাদেশের প্রতি আধিপত্যবাদী মনোভাব দেখাতে পারবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতাকে পূর্ণতা দান করতেই চব্বিশ এসেছে। আমরা চব্বিশে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়েছি। এই চব্বিশে দেশের প্রত্যেক নাগরিক ভারতের এজেন্সি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নেমে এসেছিল। ৫ আগস্ট শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদে আঘাত করেছি। ভারত সরকার যদি এখনো বাংলাদেশকে তার অঙ্গরাজ্য মনে করে, তাহলে তাদের পাল্টা আঘাত করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা প্রস্তুত আছে।’
তৌহিদ সিয়াম আরও বলেন, ‘১৪ বছর হয়ে গেলেও সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত ফেলানী হত্যার বিচার এখনো হয়নি। প্রতিটি হত্যার বিচার ভারতকে করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের মতো ফুঁসে উঠবে ভারতকেও ওই অঞ্চল থেকে উপড়ে ফেলার জন্য। বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যত ধরনের চুক্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে তা জনগণের সামনে আনতে হবে। আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা চাই। আমরা সুরক্ষিত সীমান্ত চাই, যে সীমান্তে আর কোনো বাংলাদেশি নাগরিক মরবে না। যত দিন পর্যন্ত এই চব্বিশের ছাত্র-জনতা মাঠে থাকবে এবং চব্বিশের বিপ্লব জেগে থাকবে, তত দিন পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ এই বাংলার মাটিতে আর স্থান পাবে না।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৯ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে