Ajker Patrika

রাজধানীর আফতাবনগরে বৃষ্টির সময় দশতলা থেকে পড়ে কিশোরী নিহত

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত তানহার বোন তাবাসসুম বলেন, তাঁরা রামপুরা আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে দশতলা ভবনে থাকেন। বাবার নাম আব্দুস সালাম। হঠাৎ জানতে পারেন, তানহা দশতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তানহা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তাবাসসুম আরও বলেন, ‘বৃষ্টির সময় তানহা একাই ছাদে উঠেছিল। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে, সেটা আমাদের জানা নেই।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনেরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, দশতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত