Ajker Patrika

এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৩
এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী ঈমান আলী (৩৬) ও স্ত্রী মিনজু আক্তারের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

মৃত ঈমান আলী উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে এবং মিনজু আক্তার একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে। এ বিষয়ে উপপরিদর্শক মো. মাজহারুল হক বলেন, ‘গতকাল বুধবার ঈমান আলী ও তাঁর স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। আজ সকালে বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে একই শাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁরা দুজনে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনই বলা যাচ্ছে না।’

উপপরিদর্শক আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত