লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে প্রকাশ্যে শিয়াল জবাই করে ১০০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে। গত বুধবার বিকেলে কয়েকজন যুবক লাকসাম দৌলতগঞ্জ রাজঘাট নতুন বাজারে ব্রিজের কাছে একটি শিয়াল জবাই করে সেটির মাংস বিক্রি করেন। শিয়ালের মাংস খেলে নানা রোগের উপশম হয়। এমন প্রচার করেন তাঁরা। এ বিশ্বাস থেকে বহু ক্রেতা সেই মাংস কিনেছেন।
স্থানীয় লোকজন জানান, ওই দিন দুপুরে দৌলতগঞ্জ বাজারের রাজঘাট ব্রিজের পূর্ব পাশের নতুন বাজারে শিয়ালটি জবাই করা হয়। জবাই ও মাংস কাটার জন্য জিয়া নামে স্থানীয় এক কসাইকে ১৫০ টাকা দেওয়া হয়।
বাজারে প্রকাশ্যে শিয়াল জবাইকালে একজন মোবাইলে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। এরপরই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাইফুল ইসলাম, মরণ ও লিটনসহ কয়েকজন যুবক ও তাঁর সহযোগীরা ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা প্রচার করছেন। ভিডিও ধারণকারীও মাংস বিক্রেতাদের একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, মাংস বিক্রেতারা বলেছিলেন, বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংস অব্যর্থ ওষুধ। তাঁদের সে কথায় বিশ্বাস করে অনেকেই শিয়ালের মাংস কিনে নেন। মানুষের বিশ্বাস করাতে পাশেই রাখা হয়েছিল শিয়ালের মাথা। আধা ঘণ্টার মধ্যে মাংস বিক্রি শেষ হয়ে যায়।
এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, এটি কোনো প্রতিষেধক নয়। বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ নেই। তাছাড়া এর ক্ষতিকর দিক রয়েছে।
শিয়াল জবাই ও মাংস বিক্রয়ের ঘটনা জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর আবদুল আজিজ বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লাকসামে প্রকাশ্যে শিয়াল জবাই করে ১০০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে। গত বুধবার বিকেলে কয়েকজন যুবক লাকসাম দৌলতগঞ্জ রাজঘাট নতুন বাজারে ব্রিজের কাছে একটি শিয়াল জবাই করে সেটির মাংস বিক্রি করেন। শিয়ালের মাংস খেলে নানা রোগের উপশম হয়। এমন প্রচার করেন তাঁরা। এ বিশ্বাস থেকে বহু ক্রেতা সেই মাংস কিনেছেন।
স্থানীয় লোকজন জানান, ওই দিন দুপুরে দৌলতগঞ্জ বাজারের রাজঘাট ব্রিজের পূর্ব পাশের নতুন বাজারে শিয়ালটি জবাই করা হয়। জবাই ও মাংস কাটার জন্য জিয়া নামে স্থানীয় এক কসাইকে ১৫০ টাকা দেওয়া হয়।
বাজারে প্রকাশ্যে শিয়াল জবাইকালে একজন মোবাইলে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। এরপরই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাইফুল ইসলাম, মরণ ও লিটনসহ কয়েকজন যুবক ও তাঁর সহযোগীরা ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা প্রচার করছেন। ভিডিও ধারণকারীও মাংস বিক্রেতাদের একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, মাংস বিক্রেতারা বলেছিলেন, বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংস অব্যর্থ ওষুধ। তাঁদের সে কথায় বিশ্বাস করে অনেকেই শিয়ালের মাংস কিনে নেন। মানুষের বিশ্বাস করাতে পাশেই রাখা হয়েছিল শিয়ালের মাথা। আধা ঘণ্টার মধ্যে মাংস বিক্রি শেষ হয়ে যায়।
এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, এটি কোনো প্রতিষেধক নয়। বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ নেই। তাছাড়া এর ক্ষতিকর দিক রয়েছে।
শিয়াল জবাই ও মাংস বিক্রয়ের ঘটনা জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর আবদুল আজিজ বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)।
৩৮ মিনিট আগেআনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাঁদের শপথবাক্য পাঠ করান।
১ ঘণ্টা আগেনওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে