কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই।
আজ শনিবার সদর দক্ষিণের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘দলের অস্তিত্ব, বিভাজন ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এমপির মানসম্মান রক্ষা করার স্বার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতা-কর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দেন। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধমকি প্রদান করা হয়।
‘তারা বলে দক্ষিণের কোনো নেতা-কর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না। পা কেটে হাতে ধরিয়ে দেবে।
‘এ ছাড়া আমাদের আসনের এমপি আ হ ম মুস্তফা কামালকে অপমানজনক কথাবার্তা বলে। তারা নির্বাচনে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
জানা গেছে, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯০৬ জন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই।
আজ শনিবার সদর দক্ষিণের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘দলের অস্তিত্ব, বিভাজন ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এমপির মানসম্মান রক্ষা করার স্বার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতা-কর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দেন। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধমকি প্রদান করা হয়।
‘তারা বলে দক্ষিণের কোনো নেতা-কর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না। পা কেটে হাতে ধরিয়ে দেবে।
‘এ ছাড়া আমাদের আসনের এমপি আ হ ম মুস্তফা কামালকে অপমানজনক কথাবার্তা বলে। তারা নির্বাচনে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
জানা গেছে, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯০৬ জন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস হঠাৎ করে দোকানে ঢুকে চেয়ারে বসা শিপনকে মারধর করছেন। এ সময় দোকানের মালিক, পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে রিপন তার দিকেও তেড়ে আসেন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
৭ মিনিট আগেজয়ের লেখা চিরকুটে ছিল, “আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।”
২৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।
৩২ মিনিট আগেপ্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের কদম রসুল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আরেকটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. সেলিম (৩৩) ও তার সহকারী মো. রবিন (২০) ভেতরে আটকা পড়েন।
৪৪ মিনিট আগে