Ajker Patrika

সৌদি প্রবাসীকে বিমানবন্দরে আনতে গিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
সৌদি প্রবাসীকে বিমানবন্দরে আনতে গিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা

কুমিল্লার তিতাস উপজেলার সৌদি প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন চাচা-ভাতিজা। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।  দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। 

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায়। 

নিহতরা হলেন, প্রবাসীর দুলাভাই মো. দুলাল মিয়া (৫২) ও তাঁর ভাতিজা মো. হুসাইন মিয়া (১১)। এছাড়াও আহত হয়েছেন মাইক্রোবাস চালক গিয়াস উদ্দিন, আক্তার হোসেন ও প্রবাসী মোমেন মিয়া। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে সৌদি প্রবাসী  মো. মোমেন মিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবের এলাকায় এসে পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন মাইক্রোবাসটি চাপা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুলাল ও হুসাইন মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে এলাকার হাজারের নারী-পুরুষ নিহতদের দেখতে উওর বলরামপুর গ্রামে এসে ভিড় করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত