Ajker Patrika

কুমিল্লা বাসস্ট্যান্ডে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৭: ৫২
কুমিল্লা বাসস্ট্যান্ডে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ৩

কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম অর্ণব (৩০)। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

শাসনগাছা বাসস্ট্যান্ডের লেগুনাস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দুপুরে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গ্রুপ ও শাসনগাছা মোল্লাবাড়ীর রাব্বি আলাউদ্দিন গ্রুপের মধ্য সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ণব নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা। ছবি: সংগৃহীতকুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মোল্লাবাড়ী এলাকা ও মধ্যপাড়ার লোকজনের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

ফুটবলাররা পানি না গিলে কুলি করেন কেন

চট্টগ্রামে সিকদার বাড়িতে অভিযান, সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ

নেপাল পুলিশের স্বয়ংক্রিয় অস্ত্র নেই, জেন-জি বিক্ষোভে গুলি ছুড়ল কারা—ষড়যন্ত্রের অভিযোগ কে পি শর্মার

জাপাকে যে দোষ দেওয়া হচ্ছে, তার বড় ভাগীদার বিএনপি-জামায়াত: আনিসুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত