চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পর্কের জের ধরে এসএসসি পরীক্ষার্থী আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ও পুলিশ জানায়, ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিক খুন হয়। আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে ওই তরুণ-তরুণী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা আতিকের বন্ধুসহ ১০ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েকজন ঘটনার দিন রাতে এসএসসি পরীক্ষার্থী আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে মারা যায় আতিক।
এ ঘটনায় আতিকের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। এরপর অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পর্কের জের ধরে এসএসসি পরীক্ষার্থী আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ও পুলিশ জানায়, ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিক খুন হয়। আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে ওই তরুণ-তরুণী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা আতিকের বন্ধুসহ ১০ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েকজন ঘটনার দিন রাতে এসএসসি পরীক্ষার্থী আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে মারা যায় আতিক।
এ ঘটনায় আতিকের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। এরপর অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।
১১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
১৫ মিনিট আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু।
১৭ মিনিট আগেকড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত। ১ সেপ্টেম্বর এই বাড়ি থেকে বিরল প্রজাতির একটি ‘মিয়াজাকি’ আমগাছ চুরি হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার কুমারখালী থানায় অভিযোগ করা হয়েছে।
২৪ মিনিট আগে