কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আবু নাইম নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর ১৬ মাস বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। মারা যাওয়া শিশুটির নাম আব্দুল্লাহ। এ ঘটনায় আবু নাইমকে পুলিশ আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা শাহিদা আক্তারের অভিযোগ, আবু নাইম অসুস্থ শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন বলে বের হন। কয়েক ঘণ্টা পর তিনি তাঁর ছেলের নিথর দেহ এনে বাড়িতে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত যুবক সদর উত্তরপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। আব্দুল্লাহ জন্মের পর শিশুটি নিজের সন্তান না–এমন দাবি করে আসছিলেন নাইম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একবার তিনি শিশুটিকে গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলেন। তাঁদের এই কলহ বেশ কয়েকবার সামাজিকভাবে মেটানোর চেষ্টা করা হয়।
শাহিদা আক্তার বলেন, ‘আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছেন। আমি তাঁর ফাঁসি চাই।’
শিশুটির মা শাহিদা বলেন, ‘গতকাল শুক্রবার থেকে আমাদের ছেলে আব্দুল্লাহর জ্বর অনুভব হচ্ছিল। আজ সকালে আমার স্বামীকে বলি, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন তিনি বলেন, তুমি বাড়িতে থাক, আমি নিয়ে যাচ্ছি। এই বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যান। এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখেন। তাঁর সঙ্গে আর আমি যোগাযোগ করতে পারিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে আসেন এবং ফেলে রেখে চলে যাচ্ছিলেন। এ সময় আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাঁকে আটক করে পুলিশে দেন।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্তান হত্যার অভিযোগে আবু নাইম নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আবু নাইম নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর ১৬ মাস বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। মারা যাওয়া শিশুটির নাম আব্দুল্লাহ। এ ঘটনায় আবু নাইমকে পুলিশ আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা শাহিদা আক্তারের অভিযোগ, আবু নাইম অসুস্থ শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন বলে বের হন। কয়েক ঘণ্টা পর তিনি তাঁর ছেলের নিথর দেহ এনে বাড়িতে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত যুবক সদর উত্তরপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। আব্দুল্লাহ জন্মের পর শিশুটি নিজের সন্তান না–এমন দাবি করে আসছিলেন নাইম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একবার তিনি শিশুটিকে গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলেন। তাঁদের এই কলহ বেশ কয়েকবার সামাজিকভাবে মেটানোর চেষ্টা করা হয়।
শাহিদা আক্তার বলেন, ‘আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছেন। আমি তাঁর ফাঁসি চাই।’
শিশুটির মা শাহিদা বলেন, ‘গতকাল শুক্রবার থেকে আমাদের ছেলে আব্দুল্লাহর জ্বর অনুভব হচ্ছিল। আজ সকালে আমার স্বামীকে বলি, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন তিনি বলেন, তুমি বাড়িতে থাক, আমি নিয়ে যাচ্ছি। এই বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যান। এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখেন। তাঁর সঙ্গে আর আমি যোগাযোগ করতে পারিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে আসেন এবং ফেলে রেখে চলে যাচ্ছিলেন। এ সময় আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাঁকে আটক করে পুলিশে দেন।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্তান হত্যার অভিযোগে আবু নাইম নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)।
৩৫ মিনিট আগেআনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাঁদের শপথবাক্য পাঠ করান।
১ ঘণ্টা আগেনওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে