কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সার্জারি বিভাগে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীর নাম ওসমান গনি (৪৫)। তিনি আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।
ওসমানের স্ত্রী কোহিনুর বেগম জানান, হাতের একটি অস্ত্রোপচারের জন্য ওসমান এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় তাঁকে বারান্দায় শয্যা দেওয়া হয়েছিল। শয্যাটি ছিল অরক্ষিত দেয়ালের পাশে। ফলে রাতে ঘুম থেকে উঠে ওসমান নিচে পড়ে মারা যান। কোহিনুর বলেন, ‘আমরা এখানে স্বামীর চিকিৎসা নিতে এসে লাশ নিয়ে বাড়ি ফিরেছি।’
ঘটনার সময় দায়িত্বরত ওয়ার্ড মাস্টার মো. বিল্লাল হোসেন বলেন, ‘৫০০ শয্যার এ হাসপাতালে ১ হাজার ৩০০ রোগী রয়েছে। ফলে অনেক রোগীকে বারান্দায় থাকতে হয়। শুক্রবার রাতে বারান্দায় থাকা এক রোগী ঘুম থেকে উঠে মাথা ঘুরে নিচে পড়ে যান। আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে মরদেহ স্বজনেরা নিয়ে যান।’
এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছেন। নিহতের ঘটনায় তাঁর স্বজনেরা এখনো কোনো অভিযোগ করেননি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সার্জারি বিভাগে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীর নাম ওসমান গনি (৪৫)। তিনি আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।
ওসমানের স্ত্রী কোহিনুর বেগম জানান, হাতের একটি অস্ত্রোপচারের জন্য ওসমান এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় তাঁকে বারান্দায় শয্যা দেওয়া হয়েছিল। শয্যাটি ছিল অরক্ষিত দেয়ালের পাশে। ফলে রাতে ঘুম থেকে উঠে ওসমান নিচে পড়ে মারা যান। কোহিনুর বলেন, ‘আমরা এখানে স্বামীর চিকিৎসা নিতে এসে লাশ নিয়ে বাড়ি ফিরেছি।’
ঘটনার সময় দায়িত্বরত ওয়ার্ড মাস্টার মো. বিল্লাল হোসেন বলেন, ‘৫০০ শয্যার এ হাসপাতালে ১ হাজার ৩০০ রোগী রয়েছে। ফলে অনেক রোগীকে বারান্দায় থাকতে হয়। শুক্রবার রাতে বারান্দায় থাকা এক রোগী ঘুম থেকে উঠে মাথা ঘুরে নিচে পড়ে যান। আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে মরদেহ স্বজনেরা নিয়ে যান।’
এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছেন। নিহতের ঘটনায় তাঁর স্বজনেরা এখনো কোনো অভিযোগ করেননি।
বরিশাল নগরীর বেলস্ পার্কসংলগ্ন ডিসি লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে প্রাচীর নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের বাসভবনের সামনে ‘সর্বস্তরের নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়।
১২ মিনিট আগেউজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণকেন্দ্রের দাবি, আগামী ৭২ ঘণ্টা সমতলে বাড়তে পারে তিস্তা নদীর পানিপ্রবাহ।
২৯ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যান এলাকার রামপাহাড়ের গহিন অরণ্যে সাপটি ছাড়া হয়। সাপটি আট ফুট লম্বা এবং এর ওজন সাড়ে ছয় কেজি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি এ তথ্য নিশ্চিত
৩৭ মিনিট আগেচট্টগ্রামে চুরির একটি মোবাইল ফোন খুঁজতে গিয়ে আরও প্রায় দেড় শ মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে