Ajker Patrika

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ১৫: ৩৪
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার মফিজুল সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গত সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণে ওই শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিন রাতেই চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মফিজুল ইসলামের বরাত দিয়ে র‍্যাব জানায়, শিশুটি তাঁর প্রতিবেশীর মেয়ে এবং পূর্বপরিচিত। সোমবার সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় শিশুটির অপেক্ষায় ওত পেতে থাকেন। স্কুল থেকে বাসায় ফেরার সময় শিশুটিকে কৌশলে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে আসামি মফিজুল তার মুখ ও গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত