কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক হওয়া এক যুবক মারা গেছেন। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া যুবকের নাম শেখ জুয়েল (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার ইটভাটার পূর্ব পাশে জনৈক হেলালের বাড়ি থেকে ৭০টি ইয়াবাসহ জুয়েল ও তাঁর চার সহযোগীকে আটক করে থানায় আনা হয়। রাতে হাজতে জুয়েল অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন রাতে বাঙ্গরা বাজার থানার সামনে বিক্ষোভ এবং জুয়েলকে বিএনপির কর্মী বলে দাবি করে।
জুয়েলের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘আমি শুনেছি পুলিশ আমার স্বামীকে মারধর করেছে। আমার স্বামী সুস্থ ছিল, ভালো ছিল। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে।’
জানতে চাইলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক বলেন, ‘রাত ৮টা ৫০ মিনিটের দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন, ‘আটক জুয়েলকে পুলিশ নির্যাতন করেনি। অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হতে পারে। আজ শুক্রবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে।’
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক হওয়া এক যুবক মারা গেছেন। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া যুবকের নাম শেখ জুয়েল (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার ইটভাটার পূর্ব পাশে জনৈক হেলালের বাড়ি থেকে ৭০টি ইয়াবাসহ জুয়েল ও তাঁর চার সহযোগীকে আটক করে থানায় আনা হয়। রাতে হাজতে জুয়েল অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন রাতে বাঙ্গরা বাজার থানার সামনে বিক্ষোভ এবং জুয়েলকে বিএনপির কর্মী বলে দাবি করে।
জুয়েলের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘আমি শুনেছি পুলিশ আমার স্বামীকে মারধর করেছে। আমার স্বামী সুস্থ ছিল, ভালো ছিল। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে।’
জানতে চাইলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক বলেন, ‘রাত ৮টা ৫০ মিনিটের দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন, ‘আটক জুয়েলকে পুলিশ নির্যাতন করেনি। অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হতে পারে। আজ শুক্রবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে।’
কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)।
৩৭ মিনিট আগেআনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাঁদের শপথবাক্য পাঠ করান।
১ ঘণ্টা আগেনওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে